ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের উত্তর ঢাঙ্গীতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিত জানা যায়, গড়েয়া ইউনিয়নে ঢাঙ্গীপুকুর এলাকার ভ্যান চালক ফরিদ আলীর মেয়ে প্রতিদিনের মত গত ১৩ জানুয়ারি স্কুলে যায় স্কুল থেকে ফেরার পথে বিবাদী মনিরুল ইসলাম (৫৫),পিতা,মৃত আব্দুল কাদের, গ্রাম, উত্তর ঢাঙ্গী, থানা ও জেলা ঠাকুরগাঁও তার দোকানে দশ টাকা নিয়ে বিস্কুট নিতে গেলে জোর করে মেয়ে টিকে দোকানের সাথে থাকা তার বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায়।সেই দিন বাড়িতে কোন লোকজন না থাকায় ৯ বছরের শিশুটিকে মুখ চিপে ধরে ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখিয়ে বলে ঘটনাটি যেন কারো সামনে না বলে, মেয়ে টিকে টাকার লোভ দেখিয়ে বলে তোমার সাথে থাকা বান্ধবী আরো দুই জনকে আমার দোকান নিয়ে আসিও আমি তোমাকে অনেক অনেক টাকা দিব। মেয়ে টি বাসায় গিয়ে তার মা কে সব খুলে বলে, বিষয়টি এলাকায় জানাজানি হলে বিবাদী টাকার বিনিময়ে তা আপোষ মিমাংসা করার চেষ্টা করে এবং বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। বাদি যেন কারো কাছে বিচার প্রার্থী হতে না পারে। শিশুটির বাবা গত ২৮ তারিখে বিষয় টি ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অবগত করেন বলে জানান। বিষয় টি ঠাকুরগাঁও সদর থানায় অবগত করলে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত ওসি আতিকুর রহমান থানায় লিখত অভিযোগ করার কথা বলেন। শিশু টির বাবা বাদি হয়ে গত ২৯ তারিখে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষিতে ৩০ জানুয়ারি গড়েয়া ইউনিয়ন বিট ইনচার্জ এস আই বিদ্যুৎ ঘটনা স্থল পরিদর্শন করেন। শিশুটির পরিবার ও স্থানীয়রা তাদের শিশুদের নিরাপত্তা এবং দোষী ব্যক্তির দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মামলার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত দোষী ব্যক্তিকে গ্রেফতার করতে পারিনি।