ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ । বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মণ্ডল । তিনি বলেন , আজকে এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী । এ প্রতিষ্ঠানে এবার একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ।
পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভুল নম্বর বলে ফোনটি রেখে দেন ।
ঠাকুরগাঁওয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ৯ হাজার ৮১৪ জন । পাসের হার ৯০ দশমিক ৪৬ , পাস করেছে ৮ হাজার ৮৭৮ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৯৪৩ জন । ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ । করোনা পরিস্থিতির কারণে গত বছর অক্টোপাস থাকায় শতভাগ পাস ছিল ।