জয়নাল আবেদিন, যুক্তরাস্ট্র প্রতিনিধিঃ প্রচুর তুষারপাত ও তুষারঝড়ে নিউইয়ার্কসহ যুক্তরাষ্ট্র ও কানাডার জনজীবন দুর্বিসহ হয়েছে। মানুষ রাস্তায় তুষারের কারনে গাড়ী বের করতে পারছেনা। সড়ক পথ অচল। বিমান ও রেলপথ একই অবস্থা। মানুষ বাড়ী থেকে বেড় হতে পারছেনা। তুষারপাতের কারনে বিদ্যুৎ ব্যবস্থা প্রায় অচল। ফলে খাবার সংগ্রহ কঠিন হচ্ছে।