ইন্ডিয়া ক্যান পেঁয়াজ দিবে?
প্রতিবছর এক কাঁদুনি
একই রুমাল ভাঁজ
পত্রিকাতে এক শিরোনাম
‘পেঁয়াজে খুব ঝাঁজ’।
‘ইলিশ নিছ, পেঁয়াজ দিবা’
গলায় মধুর গীত
দাবি নিয়া জ্ঞানীগুণী
সবাই উপস্থিত!
ইন্ডিয়া ক্যান পেঁয়াজ দিবে?
লাগলে দিবে বাঁশ
মূর্খ বাঙাল, নিজের পেঁয়াজ
নিজেই করো চাষ।
পায়ের কাছে মাঠ রয়েছে
মাথার উপর ছাদ
পেঁয়াজ বুনে ধৈর্য ধরে
মিটাও মনের সাধ।
লেখক,
রাফিয়া ইসবাহ্