Friday, April 18, 2025

বিএনপি নিজেদের ঘরের ঝামেলা নিয়ে ব্যস্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের (অক্টোবরের) শেষের দিকেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। কিন্তু বিএনপি নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এতো ব্যস্ত যে গণসংযোগ চালাতে পারছে না।

আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‘তফসিল ঘোষণার আগেই নির্বাচনী জনসংযোগ শুরু করেছে আওয়ামী লীগ। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনও প্রচারণায় নেই।’

এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এতো ব্যস্ত যে গণসংযোগ চালাতে পারছে না।

নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

একই রকম সংবাদ

বিজ্ঞাপনspot_img

সর্বশেষ খবর