
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড করেছেন তা দেখে দেশের জনগন আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে টাঙ্গাইল কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ১০৫টি স্টল অংশ নিয়েছে।