হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ  আ.লীগ নেতা’র পলায়ন

হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ  আ.লীগ নেতা'র পলায়ন। 
শেয়ার করুন:
হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ  আ.লীগ নেতা’র পলায়ন।
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। সে উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বানিয়াচংয়ে গত ৫ আগস্ট সংঘটিত ৯ হত্যা মামলার আসামী। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় গ্রেফতার করতে বাগাহাতা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময়  সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ।
উল্লিখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন: