আব্দুল খালেক পিভিএম।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের বরিশাল ডোমেইনের আওতাধীন মাদারীপুর জেলার নড়িয়া ও মাদারীপুর অঞ্চল কর্তৃক আয়োজিত মাঠ কর্মী ও বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নিবারণী কর্মশালা ১৯আগস্ট মাদারীপুর পাঁচ খোলা জোনাল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের মাদারীপুর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বরিশাল ডোমেইনের,ডোমেইন প্রধান আব্দুর রব খন্দকার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের মাদারীপুর জোনের,জোনাল প্রধান মোঃ আতাউর রহমান ও নড়িয়া অঞ্চলের,অঞ্চল প্রধান অনাদি রায়।প্রধান অতিথি আব্দুর রব খন্দকার কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।তিনি মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।সারাদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি তাঁর আলোচনায় ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা নির্ধারন ও বাস্তবায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে মাঠ কর্মীদের প্রতি আহবান জানান।তিনি যার যার কর্ম এলাকায় নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে কর্মকান্ড সম্প্রসারন করতে তাদের প্রতি আহবান জানান।এ প্রতিষ্ঠানিকে কিভাবে আরো গতিশীল করা যায় তিনি কর্মীদের কাছ থেকে এ বিষয়টি অবহিত হন।কর্মশালায় ২টি অঞ্চলের ৮টি শাখার ৩৬জন মাঠ কর্মী অংশ নেয়।কর্মশালায় টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরন করা ও নতুন বছরের টার্গেট শতভাগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আব্দুল খালেক পিভিএম,
তারিখ -২০/৮/২২,পাবনা।
