নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলার কৃতি সন্তান সাবেক রেল সচিব মো. সেলিম রেজা জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাতীয় মানবধিকার কমিশন আইন ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইনে) ধারা ৬ (১), ধারা (৫) ২ এর বিধান অনুযায়ী ৮ ডিসেম্বর-২০২২ বৃহস্পতিবার রাষ্ট্রপতি সাবেক সচিব মো. সেলিম রেজাকে জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।
তিনি জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের ন্যায় সকল সুযোগ-সুবিধা ও বেতনভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদার অধিকারী হবেন।
জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদ পেয়ে মো. সেলিম রেজা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে নিয়োগ পাওয়া মো. সেলিম রেজাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেন সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ড. লিয়াকত হোসেন, বোয়ালমারী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, কাশীনাথপুরের ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান ড. মুস্তাফীজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসাইন, ঢাকাস্থ স্কুল অব দ্য নেশন এর পরিচালক মো. মনিরুল ইসলাম, মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের প্রভাষক আলাউল হোসেন প্রমূখ। তারা বলেন, পূর্বের ন্যায় আগামীতেও সেলিম রেজা স্যার দেশের মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে যাবেন এই প্রত্যাশা করি।
উল্লেখ্য, মো. সেলিম রেজা পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামের মরহুম আব্দুস সাত্তার এর ছেলে। তিনি পাবনা জেলা ও বেড়া-সাঁথিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সবসময় বিলিয়ে দিয়েছেন। এ জন্য বেড়াবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। আগামীতেও তিনি সকলের পাশে থাকবেন এমনটা সবাই প্রত্যাশা করেন।
