বিশেষ প্রতিনিধি :
দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের সাথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিতব্য খাদ্য প্রক্রিয়াজাত করণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস কার্যালয়ে ৩ ডিসেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরডিএ এর পরিচালক ড.শেখ মেহদী মোহাম্মদ এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী দল ফাউন্ডশন কার্যালয়ে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। পরে এ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকার সমস্যা প্রকট আকার ধারণ করছে। দেশের বেকার সমস্যা দূরীকরণের চেষ্টা করা দরকার। তিনি বলেন বাংলাদেশের বেকার যুব জনগোষ্ঠীকে বিশ্ববাজারের চাহিদা মোতাবেক বহুমুখী পেশায় প্রশিক্ষণ নিয়ে নিজে দক্ষতা অর্জন করে নিজের স্বাবলম্বী হওয়া দরকার। তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্দ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের চেষ্টা করতে হবে। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা আয়শা বেগম, মানব সম্পদ বিভাগের পরিচালক প্রশাসন মোছাঃ শাহাজাদী বেগম, হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ প্রমুখ বক্তব্য দেন। আরডিএ এর প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন পরিচালক ড. শেখ মেহদী মোহাম্মদ। শেষে প্রশিক্ষণার্থীরা টিএমএসএসের খাদ্য সামগ্রী উৎপাদন বিভাগ, ফাইভ স্টার হোটেল মমইন ও বিনোদন জগতের ইকোপার্ক পরিদর্শন করেন। বিশেষ করে তারা খাদ্য সামগ্রী উৎপাদন বিভাগ ও প্রক্রিয়াকরণ সম্পর্কে পরিদর্শন করে ব্যাপক আলোচনার মাধ্যমে দক্ষতা অর্জনের চেষ্টা করেন।শেষে ডক্টর হোসনে-আরা বেগম তাদেরকে পূনরায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস, ফাইভ স্টার হোটেল মমইন ও টিএমএসএসের নানা কার্যক্রম ব্যাপক পরিসরে পরিদর্শনের আমন্ত্রণ জানালে তারা বিশেষ সময়ে কার্যক্রমগুলো পরিদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী পরিচালকের সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান।
