
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পবিত্র ওরশ শরীফে যোগ দিতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে ২হাজার ২শত ৬০ঁন যাত্রী নিয়ে রাজবাড়ী রেল স্টেশন থেকে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় ২৪টি বগি সম্বলিত একটি বিশেষ ট্রেন ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ লেওয়ের ২৪টি বগি সম্বলিত ওরশ স্পেশাল ট্রেনিটিতে পুরুষ ১২৫৪জন , নারী ১০০৬জন, শিশু ৭৬জন,সহ মোট-২২৬০ জন ওরশ যাত্রী মেদনীপুরে যাবে। গত বছরের চেয়ে এবছর ১০২ জন যাত্রী বেসি। ওরশ যাত্রীদের মধ্যে রাজবাড়ী, পাবনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যাত্রী রয়েছেন। গত বছরের চেয়ে এবছর ১০২ জন যাত্রী বেসি।
এবছর ওরশে যোগদানকৃত সকল ট্রেন যাত্রীদের মাথা চিছু ভিসা ফি,ভ্রমণ কর, ট্রেন যাতায়াত ভাড়া ও অন্যন্য খরচ সহ মোট ৩৩৫০ টাকা ব্যায় হয়েছে।
এ বিশেষ ট্রেনটি মেদিনীপুরের মির্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে এ পবিত্র ওরশ শরীফ । পবিত্র ওরশ শরীফ শেষে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিশেষ ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।
আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী জানান মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩৩তম ও গাউস-উল-আযম বড় পীর সৈয়দেনা হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২০তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামছুল কাদের হযরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) মশহুর নাম “মওলাপাক”-এঁর ১১৮তম বার্ষিক ওরশ শরীফ ১৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে জোড়া মসজিদ মির্জা মহল্লাহ মেদিনীপুরে উদযাপিত হবে।
পবিত্র ওরশ শরীফ পরিচালনা করবেন রাসুল(সাঃ) পাক এর ৩৬তম ও গাউস-উল-আযম বড় পীর আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২৩তম অধস্তন পবিত্র বংশধর জিল্লে ইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও কেবলা কাদেরীয়া তরীকার সাজ্জাদানশীন বড় হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ রশিদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিলুহুল আলী।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর ওরশ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই বিশেষ ওরশ ট্রেনটি চালুর ব্যবস্থা করে। তারই ধারাবাহিকতায় বিগত ১১৪বছর যাবৎ রাজবাড়ী থেকে বিশেষ ওরশ ট্রেন ছেড়ে যায়। উক্ত পবিত্র ওরশ শরীফের উল্লেখিত তারিখে রাজবাড়ীর খানকা-এ কাদেরীয়া বড় মসজিদেও ওরশ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শরীফ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করায় বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভারত সরকারের কাছে ওরশ যাত্রীদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার দাবী জানান কাজী ইরাদত আলী। এছাড়াও বিশেষ ওরশ ট্রেনের যাত্রা উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি ।
উল্লেখ্য, বিশেষ ওরশ ট্রেন ছাড়াও রাজবাড়ী জেলা থেকে সড়ক ও আকাশ পথে আরো কয়েক হাজার মুরিদান ওরশে যোগদান করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
